বিজ্ঞাপন দিন

জলঢাকায় জনসমাগম এড়াতে সরিয়ে নেওয়া হলো কাঁচাবাজার

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ করোনায় করনীয় সামাজিক দুরত্ব বজায় রাখা। আর খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং সাবান দিয়ে হাত ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকা। এতে প্রশাসনের নিরলস চেষ্টা থাকলেও নীলফামারীর জলঢাকায় তা মানছেন না অনেক ব্যবসায়ী ও ক্রেতারা। সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারে মানুষের সমাগম চোখে পরে পুর্বের ন্যায়। আবার বেলা একটার পর পাল্টে যায় সে চিত্র। শুধুমাত্র ঔষধ ছাড়া মেলেনা কোনকিছুই। ফাকা হয়ে যায় পুরো শহর। যেন লকডাউনকেও হারমানায়। অবশেষে জনসমাগম এড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে সরিয়ে নেওয়া হলো মানুষের নিত্যপ্রয়োজনীয় তরিতরকারির দোকান কাচামাল হাটি। উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অস্থায়ী কাচাবাজারের জন্য জায়গা নির্ধারণ করে পৌরশহরে মাইকিং করা হলে রোববার ব্যবসায়ীরা তাদের মালসামানা নিয়ে সেখান চলে যান। অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা নিষিদ্ধ করেছে প্রশাসন।