বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

আবেদ আলী স্টাফ রিপোর্টার সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও আঘাত হানছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এথেকে পরিত্রাণের একটাই উপায় ঘরে ঘরে সচেতন হওয়া। আর নিজের সচেতনতাই পারে পরিবারকে নিরাপদে রাখতে। নীলফামারীর জলঢাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস রোধে রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী - ৩ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ ও মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান রেজওয়ান কবির, থানা ওসি (তদন্ত) ফজলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, মটর শ্রমিক ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবর মনি ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, প্রানজিৎ কুমার পলাশ প্রমুখ। কোনভাবেই যেন কর্মহীন দুস্থ মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।