বিজ্ঞাপন দিন

নীরফামারী সদর চাপড়ায় জমির ক্ষতি পূরনের দাবীতে নদীর তীরে মানববন্ধন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নদী খনন কাজের বালু নদীর দুই ধারের জমিতে রাখায় ফসল ও জমির ব্যাপক ক্ষতি হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে কৃষককুল। নীলফামারী সদর উপজেলার ১৪নং চাপড়া স্বরমজামী ইউনিয়নের ব্যারাডাঙ্গা বর্মতর এলাকায় চাড়ালকাটা নদীর খনন কাজের বালু রাখা ফসলি জমির উপড় দ্বাড়িয়ে ফসল ও জমির ক্ষতিপুরন চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুরে এলাকাবাসীর পক্ষে গোলাম রব্বানীর নেতৃত্বে শতশত নারী-পুরূষ এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন কারীদের দাবী, নদী খননের সময় ক্ষতিপুরন দেবে বলে নদী খননের বালু ফসলি জমিতে রাখে। নদী খনন শেষ হলে এখন তারা টালবাহানা করে আসছে, এবং ঠিকাদারের লোকজন মামলার ভয়ভীতি দেখিয়ে সময়ক্ষেপন করছে। তারা আরও বলেন, আমরা এলাকার গরীব চাষী জমির ফসল নষ্ট হওয়ায় মানবেতর জীবন-যাপন করছি। এমনি করোনা মহামারীর কারনে অসহায়, সরকারের কাছে আমরা কিছু চাইনা, আমরা জমি ও ফসলের ক্ষতিপুরন চাই।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ক্ষতিপুরন চেয়ে স্মারকলিপি প্রদান করবেন বলে তারা জানান।