বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জমজমাট ঈদ মার্কেট

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জমে উঠেছে ঈদ মার্কেট। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার স্বল্প পরিসরে, স্বাস্থ্য বিধি মেনেই ঈদকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছিলো। অথচ সরকার ঘোষিত সেই নির্দেশনা না মেনেই উপজেলার রিয়াদ সুপার মার্কেট, আবু তালেব মার্কেট, চৌধুরী মার্কেট, নিউ মার্কেট, সোনালী বস্ত্রালয়, পৌর মার্কেট ( গুদরিপট্টি), জুতার দোকান, কসমেটিকস মার্কেট ও মসল্লা পট্টিতে চলছে পুরোদমে ঈদের কেনাকাটা। কোন নিয়মই মানা হচ্ছে না এসব মার্কেটে। সামাজিক দূরত্ব বজায় না রেখেই করছে কেনাকাটা ক্রেতারা। দীর্ঘ দুইমাস পর ছোটবড় সব দোকানপাট খুলে দেওয়ায় রাস্তাঘাট সহ বিভিন্ন ব্যবসাকেন্দ্রে মানুষের উপচেপড়া ভীড় লক্ষ করা যাচ্ছে। বরাবরের মতো মার্কেটগুলোতে পুরুষের তুলনায় মহিলা ও শিশুদের উপস্থিতি লক্ষনীয়। বৈশ্বিক মহামারী করোনার প্রভাব যেন তাদের স্পর্শ করতেই পারেনি। এতে করোনা আক্রমনের ঝুকি বেড়ে গেছে উপজেলার কমিউনিটিতে। আবু তালেব মার্কেটে কথা হয় রোজিনা বেগমের সাথে, তিনি বলেন পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে এসেছি। গতবারের চেয়েও কাপড়ের দাম এবার বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাপড় ব্যবসায়ী বলেন, স্বাস্থ্য বিধি মেনেই বেচাকেনা করছি। তবে করোনার প্রভাবে অন্যান্য ঈদের তুলনায় লোক সমাগম এবার অনেক কম। বেচাকেনাও হচ্ছে তুলনামূলক কম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর উপজেলাবাসীকে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটা করার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, সকল ব‌্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের সরকারি নির্দেশনা মোতাবেক ব‌্যবসা পরিচালনা করার কথা বলা হয়েছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, ক্রেতা বিক্রেতা উভয়ের মাস্ক পরা, হ্যান্ড গ্লোভস ব্যবহার করা, চার ফুট দূরত্বে ক্রেতাদের অবস্থান নিশ্চিত করা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ব্যবসায়ীদের সকাল ১০ টা হইতে বিকেল ৪ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান সিমিত রাখার কথা বলা হয়েছে। "স্বাস্থ্যবিধি না মানলে, মৃত্যু ঝুকি আছে" লেখা সম্বলিত ব্যানার প্রত্যকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে টানানোর কথা বলেন তিনি। এসব নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।