বিজ্ঞাপন দিন

জলঢাকায় জমি নিয়ে বিরোধে বাড়িতে আগুন !

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি বাড়ি। ঘটনাটি উপজেলার ধর্মপাল ইউনিয়নের ঘোনপাড়া পাইটকাপাড়া এলাকায়। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন শ্রী তারাকান্ত রায়। অভিযোগে জানা যায়,পাইটকাপাড়া এলাকার শ্রী সুমারু চন্দ্র রায়ের সঙ্গে দির্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল পার্শ্ববতী নীলফামারী থানার লক্ষিচাপ সরকার পাড়া এলাকার সচিন রায়ের ছেলে ললিত চন্দ্র রায়ের। ঘটনার দিন মঙ্গলবার (৫মে) জমি সংক্রান্ত জের ধরে ললিত চন্দ্র ও তার সহযোগিরা সুমারু চন্দ্রের বাড়িতে এসে হামলা চালিয়ে তার বাড়িতে আগুন দেন। এ সময় সুমারু চন্দ্র গুরুতর আহত হন এবং তাদের দেওয়া আগুনে ৩ টি ঘর পুড়ে যায়। এ ঘটনায় বুধবার (৬ মে) সুমারু চন্দ্রের ছেলে তারাকান্ত রায় বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,‘অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’