বিজ্ঞাপন দিন

কবিতা.........................যাকাত




যাকাত
                                         শফিকুল ইসলাম 

সুদকে আমরা না বলবো যাকাত দেবো ভাই 
যাকাত ভিত্তিক সমাজ গঠন আমরা করবো তা-ই। 

নিসাব পরিমাণ অর্থ থাকলে যাকাত দিতে হবে 
নইলে মোদের সম্পদগুলো অপবিত্রই থাকবে। 

থাকবে না তো ধনী - গরীব সমতা ফিরে আসবে 
হিসেব করে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পাবে। 

ফকির মিসকিন আর নওমুসলিমদের যাকাতের অর্থ দিতে হবে 
আল্লাহর পথে জিহাদকারী তারা-ও যাকাতের অর্থপাবে। 

ক্রীতদাস ঋনী নিযুক্ত কর্মচারী আর মুসাফির ব্যক্তি 
যাকাতের অর্থ দিয়ে হবে তাদের মুক্তি। 

গরীবের হক আছে ধনীদের ধন- সম্পদে
যাকাত দিলে মুক্তি পাবে সব রকম বিপদ -আপদে।

কোরান হাদিসের নিয়ম মেনে আটটি খাতে যাকাত দিলে 
 লোভ লালসার ত্রুটি থেকে মানব আত্মার মুক্তি মেলে। 

কেয়ামতের কঠিন দিনে রেহাই পাবেন তাঁরা 
গরীব দুখীর অধিকার বুঝে দিয়েছেন যাঁরা। 

যাকাত অস্বীকারীর শাস্তি কোরান হাদিস মতে
কপাল পাশ্ব পিষ্টদেশ সেঁক দেওয়া হবে কেয়ামতে।

দুনিয়া আখেরাতের কল্যান তোমরা যদি চাও
বান্দার হক দুনিয়াতে বান্দাকে ফিরিয়ে দাও।

কাফের  বলে, যাকাত দিলে সম্পদের কমতি হয়
আল্লাহ বলেন, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়।

বুখারী মুসলিম আবু দাউদ সব কিতাবে পাই
যাকাত কায়েম না করিলে কোন রক্ষা নাই।

সম্পদ হল আল্লাহর দান যে মেনেছে ভবে
যাকাত উসুল করতে হবে নিয়ম মেনে তবে।

মুসলিম জাতির অর্থব্যবস্হা যাকাত দিয়ে গড়া
কাফের মুনাফিকের অর্থব্যবস্হা সুদে -ঘুষে ভরা।

যাকাত যদি বিলিয়ে দেই গরীব দুখীর ঘরে 
সমাজ থেকে ভেদাভেদ ঘুচবে চিরতরে।