বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাস্থ্য বিধিমেনে দীর্ঘদিন থেকে চিকিৎসা চালিয়ে আসছেন পল্লী চিকিৎসক শ্যামল চন্দ্ররায়

জাহিনুর ইসলাম জীবন,জলঢাকা প্রতিনিধিঃ জলঢাকায় স্বাস্থ্য বিধিমেনে দীর্ঘদিন থেকে বিভিন্ন চিকিৎসা সেবা চালিয়ে আসছেন পল্লী চিকিৎসক শ্যামল চন্দ্ররায়।জানাগেছে, পৌরসভার ৭ নং ওয়ার্ডে বটতলী নামক স্থানে যার নিজেস্ব চিকিৎসা সেবা কেন্দ্র।শুধু পৌরসভায়নয় পাশাপাশি ইউনিয়ন ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারীসহ নদীর চর এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন বলে জানান অনেকে।অর্থকে প্রাধান্য না দিয়ে গরীব অসহায় দিনমজুর খেটেখাওয়া মানুষের সুচিকিৎসা সেবায় তিনি নিজেকে নিয়েজিত করেছেন।চিকিৎসা সেবায় বিভিন্ন এলাকায় ঘুরে যদি কোন অর্থ পেয়ে থাকেন সেটুকু দিয়ে অসহায় মানুষের মুখে তুলেদেন আহার।রাস্তায় চলার পথে ডাউয়াবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সর্দার পাড়ায় এ গ্রাম্য চিকিৎসকের দেখা মেলে। ঐ এলাকার আমিনুর রহমান বাত ব্যাথায় দীর্ঘদিন থেকে ভোগছিলেন। কথা হয় পল্লী চিকিৎসক শ্যামল চন্দ্র রায়ের সাথে।তিনি বলেন,গরীব অসহায় চর এলাকায় মানুষের বিনা অর্থ সুচিকিৎসা নিজেকে নিয়ো যিত করা আমার একান্ত কাম্য ও কর্তব্য।