বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা প্রতিরোধে ওসি’র ব্যাতিক্রমী উদ্যোগ

রবিউল ইসলাম রাজ,নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে ও থানা সুরক্ষিত রাখতে ওসি মোস্তাফিজুর রহমান এক ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। থানা প্রবেশমূখে জনসাধারণের জন্য রেখেছেন জীবাণুনাশক সু স্প্রে যা দিয়ে বাহির থেকে আসা মানুষের পা অটোমেটিক স্প্রে হবে। ওসির ব্যক্তিগত এমন উদ্যোগ উপজেলা জুড়ে সুনাম কুড়িয়েছে। ইতোপূর্বে জনসাধারণ ও থানায় কর্মরত সকল স্টাফদের জন্য হাত ধোয়ার ব্যবস্থাও করেছেন। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান,সারাবিশ্বে করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী আকার ধারণ করেছে। ঢাকা ফেরত ও অন্যত্রে কৃষক প্রেরন নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। পাশাপাশি যখন যেখান থেকে আমরা করোনা উপসর্গ ব্যক্তির খবর পাচ্ছি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতেছি।