বিজ্ঞাপন দিন

নীলফামারীতে শিক্ষক হরিপদ রায়কে প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা

রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড অর্জন করায় নীলফামারীতে বরেণ্য শিক্ষক হরিপদ রায়কে প্রাক্তন শিক্ষার্থীরা সংবর্ধনা প্রদান করেছে। কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বৃহষ্পতিবার (৩০ জুলাই) বিকেলে শিক্ষক হরিপদ রায়ের বাড়ীতে তাকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করে। এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সাধন চন্দ্র অধিকারী , বিকাশ রায় (বাবুল) , হিরক রায় , আরিফুজ্জামান সোহাগ , লিখন অধিকারী , মোস্তাকিম রহমান , প্রকাশ চন্দ্র রায় , ভূপেন রায়, মামুন ইসলাম প্রমূখ। প্রসঙ্গত: শিক্ষক হরিপদ রায় চলতি বছরের ৮ই মার্চ জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর উদ্যোগে ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে মহিয়সী নারী মাদার তেরেসার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হন । তিনি শারীরিকভাবে অসুস্থ্য থাকায় তার পক্ষে ছেলে পঙ্কজ রায় এ্যাওয়ার্ড গ্রহন করেন । তিনি দীর্ঘ ১৭ বছর সুনামের সাথে কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেছিলেন । পরবর্তীতে ২০১৩ সালে তিনি দারোয়ানী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে অদ্যবধি কর্মরত আছেন ।