বিজ্ঞাপন দিন

নীলফামারীতে "সেইফ ফাউন্ডেশন" এর মাস্ক বিতরনে শুভ সূচনা করলেন জেলা প্রশাসক

আব্দুল মালেক, নীলফামারী ঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ এরাতে নীলফামারী পৌর শহরের বিভিন্ন স্থানে গরীব অসহায় মানুষদের মাঝে "সেইফ ফাউন্ডেশন" এর উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়। আজ বুধবার(২৬ আগষ্ট) বিকালে জেলায় “নো মাস্ক, নো সার্ভিস” ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী সদর চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তীসহ বর্ণিত ক্যাম্পেইন এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। মাস্ক বিতরনকালে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, মাস্ক ব্যবহার করুণ, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করুণ। আপনারা নিজেই সর্তক হউন অন্যকে সর্তক থাকার পরামর্শ দিন।