বিজ্ঞাপন দিন

ডোমারে হত্যর বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: পাঁচ বছর আগে সংগঠনের দুই কর্মীর হত্যার বিচারের দাবীতে নীলফামারীর ডোমার উপজেলায় সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। মঙ্গলবার দুপুরে ডোমার রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনের নীলফামারী জেলা শাখা। লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি মো. নূর আলম সরকার। এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, স্বাস্থ্য সম্পাদক তানভীর আলম রাসেল, দপ্তর সম্পাদক সাজ্জাদ প্রামানিক, ডোমার উপজেলার অর্থ সম্পাদক আব্দুস সামাদ, সৈয়দপুর উপজেলার সভাপতি ওয়াসীম আলম প্রমূখ উপস্থিত ছিলেন। তারা জানান, গত ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালির সোনাইমুড়ী উপজেলার চাষীর হাটে হেযবুত তওহীদের এমামের বাড়ীতে হামলা ও দুই কর্মীকে দিনের বেলায় হত্যা করে দুস্কৃতিকারীরা। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় ও সারাদেশে তাদের কর্মীদের নিরাপত্তার দাবী জানান।

Post a Comment

0 Comments