বিজ্ঞাপন দিন

নীলফামারীর কিশোরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে শিশুদের খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির শুভ সুচনা করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে শিশুদের চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সহ প্রমুখ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন সংগঠন, ইউনিয়ন পরিষদ, সকল সরকারি বে-সরকারি বিদ্যালয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করা হয়।#

Post a Comment

0 Comments