বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে "স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা

মর্তুজা ইসলাম : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে "স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারাবিশ্বে রোল মডেলে পরিনত হয়েছে। এসময় ইউএনও মাহবুব হাসান বর্তমান সরকারের বাস্তবমুখী সকল উন্নয়ন কর্মকান্ড স্বচক্ষে দেখার জন্য দুইদিনব্যাপী অনুষ্ঠিত উপজেলা পরিষদ চত্বরের মেলা দেখতে জনসাধারণকে আহবান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ১৭ টি দপ্তর তাদের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে স্টল দিয়েছে।

Post a Comment

0 Comments