রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শতাধীক এতিম শিশুদের নিয়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করলেন ডোমার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান। বুধবার বিকালে থানা সংলগ্ন দারুল কোরআন খাজা গরিবে নেওয়াজ এতিমখানা ও মাদ্রাসায় কেক কাটা, মিষ্টি বিতরণ ও দোয়ার আয়োজন করে নীলফামারী জেলা পুলিশ। কেক, মিষ্টি পেয়ে বেজায় খুশি এতিম শিশুরা। আর এতিমখানার শিশুদের সাথে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের ব্যতিক্রমী এ আয়োজনে ওসি মোস্তাফিজার রহমানের প্রশংসা করেছেন ডোমারবাসী। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই শাহ আলম, এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব জুয়েল চৌধুরী, প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাও: ময়নুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
0 Comments