আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে
নীলফামারীর জলঢাকায় স্বাধীনতা দিবসে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ উপজেলা ও পৌর শাখা।
শুক্রবার সকালে থানা মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসাধারণের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি সাদেকুল সিদ্দিক সাদেক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সোহাগ, সহ সভাপতি এএইচএম রায়হান পৌর সভাপতি মেহেদী হাসান রিমন ও সাধারণ সম্পাদক আনিছ আহম্মেদ বিপ্লব প্রমুখ।
কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে
এই ভাইরাস থেকে সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।
এবিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন,
শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে । কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে। এর ফলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অর্গান বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে। তবে খুব কম ক্ষেত্রেই এই রোগ মারাত্মক হয়। এই ভাইরাস সংক্রমণের ফলে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে মেডিক্যাল মাস্ক সাহায্য করে। তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ হ্রাস করতে যথেষ্ঠ নয়। নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামেশা না করা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়।
0 Comments