বিজ্ঞাপন দিন

জলঢাকায় অফিসার্স ক্লাব আগুনে পুড়ে ছাই

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় উপজেলা চত্ত্বরে অবস্থিত অফিসার্স ক্লাব আগুনে পুড়ে ছাই হয়েছে। এসময় ক্লাবের ভিতরে থাকা বিভিন্ন সংগীত সরঞ্জাম, সাউন্ড বক্স, কি-বোর্ডসহ বিভিন্ন মালামাল পুড়ে বশিভূত হয়। রবিবার দিবাগত আনুমানিক রাত একটার সময় এঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত আল মামুন জানায়, আমরা ইউএনও স্যারের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনাটি তদন্ত করে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে এসময় সংগীত সরঞ্জাম, সাউন্ড বক্স, কি-বোর্ডসহ অফিসার্স ক্লাবের চেয়ার, টেবিল, আসবাবপত্র পুড়ে যায়। পারফেক্ট সাউন্ড সিস্টেমের প্রোপ্রাইটর রেজাউল হক জানায় উন্নয়ন মেলার সমাপণী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করে আমার সাউন্ড সিস্টেমের সকল যন্ত্রপাতি অফিসার্স ক্লাবে রাখি, রাতে এসে শুধু পুরে যাওয়া খোলগুলা উদ্ধার করতে পেরেছি। আমার ক্ষতির পরিমাণ প্রায় ১২লাখ টাকা। এ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান জানায় এ ব্যাপারে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে আসল কারন জানা যাবে।

Post a Comment

0 Comments