বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, সহকারি শিক্ষা অফিসার একেএম আনোয়ারুল কবীর, সহকারি প্রোগ্রামার রবিউল ইসলাম, ব্যবসায়ী জিয়া চৌধুরী ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। ইউএনও মাহবুব হাসান ব্যবসায়ীদের উদ্দেশ্য নিম্নমানের পণ্যে বিক্রি না করে ভোক্তাগণের শারীরিক ক্ষতিসাধন না করার আহবান জানান। এছাড়াও তিনি পণ্যের মান ঠিক রেখে বিক্রি সহ নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করতে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা বলেন

Post a Comment

0 Comments