বিজ্ঞাপন দিন

কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলে বসু-মতির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

কুড়িগ্রাম সংবাদদাতাঃ উত্তরবঙ্গের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের সুপরিচিত কর্মচারী বসুদেব দাস (বসুদা) ও মতিয়ার রহমান (মতি ভাই) এর চাকুরির মেয়াদ শেষ হওয়ায় তাদের জন্য এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ মার্চ, বুধবার বিকাল ৩ টায় স্কুলের পুরাতন ভবনের শিক্ষক মিলনায়তনে সমাজ সেবক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন। স্কুলের সহকারী শিক্ষক এম. রাশেদুজ্জামান তাওহীদের পরিচালনায় বিদায় অনুষ্ঠানটি এক শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। অশ্রুসিক্ত নয়নে প্রিয় বসু-মতির জন্য একে একে স্মৃতিচারণ করেন সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। ফুলেল ভালোবাসায় সিক্ত হন বসু-মতি, তাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আলতাফ হোসেন, আলোচনা রাখেন সিনিয়র সহকারী শিক্ষক আজম আলী, শাহাদাত হোসেন, কাইয়ুম আলী, আব্দুর রশিদ সরকার, সাধনা সরকার, আশরাফি বিনতে ইসলাম, সহকারী শিক্ষক, শামীমা আক্তার, ফিরোজা পারভীন, মাজেদুল ইসলাম, রাজিয়া সুলতানা, ফরিদ উদ্দিন, সহকারী গ্রন্থাগারিক হাবিবুর রহমান, অফিস সহকারী আব্দুল খালেক মিঞা, দপ্তরী আব্দুল মোলায়েম সরকার ও নৈশ প্রহরী আবুল কালাম আজাদ প্রমুখ। শোকাবহ পরিবেশে বসু-মতির উজ্জ্বল আগামীর জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন। উল্লেখ্য যে, বসুদেব দাস ১০ জুলাই ১৯৭৯ খ্রিস্টাব্দে রিভার ভিউ হাই স্কুলে যোগদান করেন যার মেয়াদ শেষ হয় ১০ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দে এবং মতিয়ার রহমানও একই তারিখে যোগদান করেন কিন্তু তার মেয়াদ শেষ হয় ২৮ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে।

Post a Comment

0 Comments