বিজ্ঞাপন দিন

নীলফামারীর ডোমার থানা পুলিশের ৭ মার্চ উদ্যাপন

রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়ণশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমার থানা পুলিশ কেক কেটে আনন্দ উদ্যাপন করেছে। রবিবার বিকাল ৩টায় থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় ইউএনও শাহিনা শবনম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নুরননবী, পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ময়নুল হক,ওসি তদন্ত বিশ্বদেব রায়, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments