আত্মগ্লানি
..................................
কবি ........জাহান আহমেদ
উপচে পড়া জলস্রোত,
অনিমেষ চাহনিতে ঝরে যাওয়া রক্তস্রোত,
কালবৈশাখী ঝড় তোলে অযথাই অশ্লীল ধমনিতে!
আর,
আমিও সাজাই তাঁকে,
ভুল করে উল্টা রথে,
মিথ্যে প্ররোচনায়,অলক্ষ্যে, অগোচরেই!
দিনশেষে স্বপ্ন ফেরি করি,
সেই স্বপ্ন,
দুঃস্বপ্ন হয়ে আঘাত করে রোজ হরহামেশায়,
সূর্য পোড়া ভোরে জেগে উঠি,
নির্লজ্জ এই হতভাগার রাখে না কেউ কোনো খোঁজ!
আগুনের ডানায় উড়ি, দেখি এসব তামাশা ছন্নছাড়া উদ্বেগ-আর একরাশ উৎকণ্ঠা!
দিনশেষে ঘরে ফিরি,
বুকভরা ক্লান্তির ছাপ নিয়ে তাকিয়ে থাকা দেয়ালগুলো আমাকে ধিক্কার করে, ঠাট্টা বিদ্রুপ করে সর্বক্ষণ!
বুক চাপা কান্না ছাপিয়ে,
নির্বাক কাটাই ঘন্টার পর ঘন্টা!
আমি এই আমিত্বের অভিযোগ গুলো তুলে রাখি হৃদয়ের মনিকোঠায় বড় অযত্নে অবহেলায়,
অপূর্ণ এই মনের ইচ্ছে গুলোই কালেভদ্রে গর্জে ওঠে ক্ষেপে গিয়ে করে ফ্যালে আমার বিরুদ্ধে বিদ্রোহ,
আর সেই,
বিদ্রোহের দাবানলে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাই
পুড়ে যায় হৃদপিণ্ড!
0 Comments