বিজ্ঞাপন দিন

কবিতা " পাপের জগতে আর থাকছি না ! " .....জাহান আহমেদ



পাপের জগতে আর থাকছি না:!


জাহান আহমেদ 


তোমারদের হৃদয়ে আমি আর যাবো না.

তোমাদের সবকিছুতেই পাপাচার, অন্ধকার,ঘোর কাটে না অমানিশার,

তোমাদের রন্ধ্রে রন্ধ্রে বয় শুধু শুকুরের মতো বিশ্রী  ঘ্রাণ!

তোমাদের সবকিছুতেই বড্ড বাড়াবাড়ি, 

তোমাদের আকল প্রায় বিকল বিপন্ন, 

তোমাদের বিবেকের দরজায় তালা মারা,

যার  চাবি আছে উন্মুক্ত এক সিন্ধুকে, 

খুজেঁ বের করতে সকলেই প্রায় ব্যর্থ, 


আমিও তোমাদের ভিন্ন ছিলাম নাহ!!

নাহ নাহ মোটেও ভিন্ন নাহ - 

প্রিয়ার মতো জরিড়ে ছিলেম আষ্ঠেপৃষ্ঠে! 


তবে, 

ভুলের সন্ধানে আমি পটু 

 পথ খুজে পেয়েছি,

 সফলতার এখন হাতছানি দিয়ে ডাকে অপেক্ষা শুধু মাত্র সময়ের, 

 কাটা তারে পথটা আঁটকানো আছে হয়তো ?

চিত্তের পরিপূর্ণ শুদ্ধিতে এ পথ উতরিয়ে যাওয়া কেবল সময়ের ব্যপার,

এ আমার নিষ্ফল বাসনা নয় বরং সফলতা,

তবে তা দৃশ্যতায় ধরা দেবেনা দেখা দেবেনা তোমাদের অন্তর চক্ষে  সেটা! 


আমি কোন কবি নই! 

 কোন কবিতাও লিখছি না নাহ!


অসভ্যতা জনতাকে জানাচ্ছি ধিক্কার মাত্র! 


আমি তছলিমার মতো কোন জাগতিক বাসনা তেজচ্ছি না,আমি সমাজের কাছে এই দাবী আনছি না প্রবল গরমে আমার শরীর দহন জ্বালায় বিষ্ফরিত আমাকে স্তন উন্মুক্ত করে রাস্তায় চলতে দিন?


আমি তো বলছি না হুমায়ুন আজাদের মতো যে আমার মেয়ের স্তন দেখে আমার লোফ হচ্ছে! 

আমি তো নিষিদ্ধ পল্লির বৈধতা চাচ্ছি না!

তোমরা যে যার মত পৃথিবীতে থাকো,চলো, ফিরো, 

আমার যায়-আসে না, 

যে যার মত কত করে পৃথিবীকে শাষন করো,

আমি তোমাদের মাঝে আজ থেকে  আর নেই!


আত্মহুতি দিলাম আমি তোমাদের পাপে ভরা নিষ্প্রাণ এই পৃথিবীতে!.



১৯/১০/২০১৯

Post a Comment

0 Comments