বিজ্ঞাপন দিন

ইরার চিঠি ..........মোঃ আবদুল্লাহ আল মামুন

 


২৪ চৈত্র ১৪২৭

সবুজ পাড়া,নীলফামারী।


ইরা,

কোথায় জানি শুনেছিলাম যে স্বপ্ন আছে বলেই নাকি মানুষ বাঁচে!!! তাইতো আমি ভীষন রকম স্বপ্নবিলাসী!!! দুচোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমি বাঁচতে চেষ্টা করি প্রতিদিন-প্রতিমুহূর্ত!!! কত স্বপ্ন নিয়ে আজ লিখতে বসলাম!!! কিন্তু আমি জানি না আমার স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবে কি না!! যতই আমি তোমার মাঝে বিচরনের স্বপ্ন দেখব, ততই ধীরে ধীরে তোমার কাছে হারিয়ে যাবো!!! তোমাকে নিয়ে আমার আর কেনো স্বপ্ন থাকবেনা, এটা কেমন করে হয় ? তুমি যে আমার স্বপ্নবিলাসী। চাঁদের আলোয় আজ আলোকিত চারদিক, আজ আমি চন্দ্রগ্রস্হ । তাইতো দু'চোখ ভরে দেখছি, পাশাপাশি বসে। কখনও মৃদু গানের সুর, কখনও বা তীব্র, কখনও শুধু চেয়ে দেখা, কখনও কিছু কথা। আহ! এভাবে চাঁদের আলোয় কেন জীবনটা পার হয়ে যায় না?! মুগ্ধ নয়নে তাকিয়ে আছি । দেখছি, আর দেখছি । কখনও মেঘের চাদরে কখনও বা আলোর ঝর্ণাধারায়, নাহ একা না, তুমি আছো পাশে স্বপ্নবিলাসী। আমি আসছি তোমার কাছে একমুঠো ভালোবাসার দাবী নিয়ে!!! স্বপ্ন ভাঙ্গার কষ্ট সইতে সইতে আজ আমি বড়ই ক্লান্ত!!! আর ফিরিয়ে দিওনা আমাকে!!! দয়া করে আমার স্বপ্নীল আকাশে আমাকে মুক্ত বিহঙ্গের মত শেষবারের মত উড়তে দাও!!! সত্যিই দেবে কি!!!??? তাহলে আমি কি আবার তোমাকে নিয়ে স্বপ্ন দেখব শেষবারের মত একটুমুঠো ভালোবাসার প্রত্যাশায়....???!! স্বপ্ন ভাঙ্গার কষ্ট নিয়ে আমার দিন গড়িয়ে রাত আসে!!! তবুও স্বপ্ন দেখি!! স্বপ্ন ভাঙ্গার ভয়ে আজ আমি ভীত না!! যার স্বপ্ন নেই, তার কিছুই নেই!!! আমি নতুন স্বপ্ন নিয়ে তোমার কাছে এসেছি তোমার কাছে আমি খালি হাতে ফিরে যাবো না। যতবারই আমি তোমাকে দেখছি, ততবারই আমি তোমার স্বপ্নে হারিয়ে যাচ্ছি। তুমি আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দিওনা। তবুও কাঙ্গালের মত তোমার কাছে যেতে ইচ্ছে করছে কোনো এক অজানা টানে, অজানা প্রত্যাশায়!! কিছুদিন আগের কথা স্বপ্নবিলাসী এক রাজপুত্র ছিলো সে মনে মনে ভাবতো তার মতো একজন স্বপ্নবিলাসী রাজকন্যার কথা তার পর ফেসবুকের মাধ্যেমে সে পেয়ে যায় সাত সমুদ্রের ওপারে এক অচেনা রাজকন্যাকে। তার পর শুরু হয় তাদের কথামালা। রাজপুত্র সবসময় একসাথে থাকতে চায়। ঘুরতে চায় আকাশ সমুদ্রে ময়ূরকণ্ঠী মেঘের নৌকায়। ইচ্ছে হলেইচোখ বুজে চলে যায় নীলচে সবুজ কল্পদ্বীপে। সেখানে দুজনে বাতাসের ঘরে বিকাল যাপন, কথায় কথায় কাঠগোলাপ ফোটে চায়ের কাপে। রাজকন্যা শেখায় কি করে এলোমেলো অরণ্যে রঙধনু প্রকৃতির গোছানো সংসার খুঁজতে হয়!আর রাজপুত্র দেখায় কি করে নীল জোছনার রাতে নক্ষত্রের দল খোলস পাল্টে জোনাকির আলো হয়ে ওড়ে। এভাবেই রাজকন্যার দিন এবং রাজপুত্রের রাত মিলেমিশে একাকার হয়ে যায়। তারা একে অন্যের কাছে জানে পৃথিবীর কঠিনতম প্রশ্নের সরলতম উত্তর.. ভালোবাসা কি? -ভালোবাসা হলো নৈঃশব্দের কোলাহল, যার কেন্দ্রবিন্দুতে চোখে চোখ রাখে মানব মানবী.. একনিমিষে পেরিয়ে যেতে থাকে উষ্ণ গ্রীষ্ম.. ভেজা বর্ষা.. স্নিগ্ধ শরৎ.. সোনালি হেমন্ত.. শীতল শীত.. রঙিন বসন্ত। 


ইতি,


মুন

Post a Comment

0 Comments