আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
শুক্রবার দিনগত রাতে হঠাৎ করে কালবৈশাখী আঘাত হানে।
এতে বড় ধরণের কোন দুর্ঘটনা না ঘটলেও বেশকিছু মানুষ ছোটখাটো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই রাতের ঝড়ে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে বঙ্গবন্ধু কলেজে প্রায় তিন যুগের একটি গাছ উপড়ে শ্রেণী কক্ষে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে শৌলমারী ইউনিয়নের শাহী পাড়ায়
এক অসহায় পরিবার ময়নুলের বাড়ীর শোয়ার ঘরে গাছের ডাল ভেঙ্গে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আহত হয় ময়নুলের বৃদ্ধ বাবা।
খবর পেয়ে সহযোগীতার হাত বাড়াতে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় তিনি সাধ্যনুযায়ী সকলকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
0 Comments