বিজ্ঞাপন দিন

জলঢাকায় অভ্যন্তরীন গম সংগ্রহ অভিযান শুরু



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ   নীলফামারীর জলঢাকা উপজেলায় অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান  শুরু হয়েছে। আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা খাদ্য গুদামে কৃষক মানিকের কাছ থেকে এক মেট্রিকটন গম ক্রয় করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,      উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা কৃষি অফিসার শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না, ওসি এলএসডি সুলতানুল ইসলাম, সদর ওসি এলএসডি তফিউজ্জামান জুয়েল প্রমুখ। ওসি           এলএসডি সুলতানুল ইসলাম জানান, এ মৌসুমে  উপজেলার দুই খাদ্য গুদামে ( জলঢাকা ও মিরগঞ্জ)   কৃষকের নিকট থেকে ২৮ টাকা কেজি দরে ৩ শত ৬০ মেট্রিকটন গম ক্রয় করা হবে। উপজেলা খাদ্য গুদাম গম ক্রয় অনুষ্ঠানের আয়োজন করে।       

Post a Comment

0 Comments