বিজ্ঞাপন দিন

জলঢাকায় সরকারি নির্দেশনা উপেক্ষা।। ৪ শিক্ষকের জরিমানা

জলঢাকা প্রতিনিধি॥ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাইভেট পড়ার অপরাধে দুইটি কোচিং সেণ্টারের ৪ শিক্ষককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া। আজ রবিবার সকালে সরকারি কলেজ মোড়ে এই অভিযান পরিচালনা করেন তিনি। এসময় দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দুইটি মামলা করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ৪ শিক্ষকের কাছ থেকে। তারা হলেন আজহারুল ইসলাম ৫ হাজার এবং আলমগীর হোসেন, মিরাজুল হক ও রনজিৎ কুমার রায় সহ ৩ জনের ৬ হাজার টাকা। এছাড়াও গতকাল রাতে পৌরশহরের জিরোপয়েন্ট ও ডালিয়া রোডে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শহরে মাস্কবিহীন চলাফেরার জন্য ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে ২ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করেন তিনি। জলঢাকা থানা পুলিশের সহযোগিতায় এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments