বিজ্ঞাপন দিন

কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ২১ টি দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় বড়ভিটা বাজারে মঙ্গলবার সকালে ভয়াবহ এক অগ্নিকান্ডে ২১ টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে এসব ব্যবসায়ীর প্রায় ২ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়-ঘটনার পাশ্ববর্তী বাসিন্দা লোকমান আলী ফজরের নামাজ পড়তে বাজার মসজিদে আসেন। নামাজ পড়ে ফেরার পথে তিনি দেখতে পান আকাশে কালো ধোঁয়ার কুন্ডলী উঠছে।এসময় তিনি দৌড়ে গিয়ে মসজিদের মাইকে বাজারের আগুন লাগছে বলে এলাকাবাসীকে বেড়িয়ে আসতে বলেন। কিন্তু ক্ষনিকের মধ্যে আগুনের লেলিহানশিখা চারদিক ছড়িয়ে পড়লে বাজারের ২১ টি দোকান আগুণে পুড়ে যায়। বাজারের কাপড় ব্যবসায়ী সাদাকাতের দোকানের আইপিএস বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এতে ব্যবসায়ীদের নগদ টাকা, মালামালসহ প্রায় ২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয় ।

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, আমিরুল ইসলাম সরকার বলেন, বড়ভিটা বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই বড়ভিটা বাজারের ২১ টি দোকান ও দোকানের রক্ষিত মালামাল পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে-  আগুণে ভস্মিভূত মালামাল ও নগদ টাকা সহ ২ কোটি টাকার ক্ষতি হতে পারে। 

উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। 

Post a Comment

0 Comments