বিজ্ঞাপন দিন

জলঢাকায় রিপোটার্স ক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা



জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকেলে স্থানীয় অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার সকল সাংবাদিক সংগঠনগুলোর অংশগ্রহণে ইফতার মাহফিলটি সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, ইউএনও পত্নি, সহকারী কমিনার (ভূমি) সিফাত মোঃ ইসতিয়াক ভুইয়া, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃত্তঞ্জয় রায়,  প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন ,বাংলাদেশ বেতারের সাংবাদিক ও উপজেলা স্কাউটস এর সম্পাদক মর্তূজা ইসলাম, জলঢাকা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক সেলিমুর রহমান, উপজেলা ছাত্রলীগের  সভাপতি হাদিউজ্জামান হাদি, সাধারণ সম্পাদক আজম সরকার,  বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি মঞ্জুরুল মোরশেদ রাজা, জলঢাকা 

থিয়েটারের সভাপতি সোনা মিয়া, জলঢাকা নিউজের সম্পাদক বজলুর রশিদ, শরিফুল ইসলাম, আবেদ আলী, শাহিনুর হক বাবু, জাহিনুর ইসলাম জীবন, ছানোয়ার হোসেন বাদশা, আব্দুল হালিম, হাসানুজ্জামান সিদ্দিকী, এন আই মানিক, মাইদুল হাসান, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজম বাদশা সাবু, ফরহাদ হোসেন, আবু লায়েদ  শাহিন, এরশাদ হোসেন, রিপোর্টাস ক্লাবের আনোয়ার হোসেন, খাদিমুল ইসলাম, ভবদিশ রায়, নুর আলম, ওমর ফারুক, নাহিদ মিথুন, রাজিয়া সুলতানা ও রাজু আহমেদ সহ উপজেলার অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন অভিনন্দন সংস্থার পরিচালক কাঞ্চন রায়, সহকারী শিক্ষক ফিরোজ হোসেন, উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম মাস্টার, নারী উদ্দোক্তা শিরিন আকতার আশা প্রমুখ। এসময় অতিথিবৃন্দ দেশ, জাতি ও সমাজকে এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। উপস্থিত  সাংবাদিকগন এরকম আয়োজনের জন্য রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।                         

Post a Comment

0 Comments