বিজ্ঞাপন দিন

জলঢাকায় এতিমখানার ১৫৭ জন ছাত্রকে ইফতার ও ভাত খাওয়ালেন সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম পলাশ



রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় বালাগ্রাম মন্থেরডাঙ্গা মদিনাতুল উলুম এতিমখানা ও মাদ্রাসার ১৫৭ জন এতিম ছাত্রদের ২৫ তম রমজানে ইফতার ও একবেলা পেটপুড়ে খাওয়া দিলেন রংপুর জেলা সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপারের প্রতিনিধি হাফিজুল ইসলাম হাফি,এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠা পরিচালক আতিয়ার রহমান,সাবেক ছাত্রলীগ আহবায়ক শাহানুর কবির শাহিন,যুবলীগ নেতা সেলিম রেজা,সাংবাদিক আব্দুল মালেক,রবিউল ইসলাম রাজ,আল-ইকরাম বিপ্লব,সমাজসেবক মাছুম রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মাদ্রাসার এতিম অসহায় ছাত্রগন ও শিক্ষকবৃন্দ মানবিক পুলিশ আশরাাফুলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করেছেন। এতিমখানার প্রতিষ্ঠা পরিচালক আতিয়ার রহমান বলেন,পুলিশ সুপার আশরাফুল স্যার যেভাবে মানবিকতা দেখালেন। আমরা স্যারের জন্য প্রাণখুলে দোয়া করবো,মহান আল্লাহ পাক যেন স্যার ও স্যারের পরিবারের লোকজনদের হেফাজত করেন। আমাদের এতিমখানার ১৫৭ জন ছাত্র আছে। ছাত্রদের খাওয়া-দাওয়া থাকা সবকিছু এতিমখানা থেকে দেয়া হয়। সমাজের বিত্তবান সকল ব্যক্তিদের কাছ থেকে সাহায্য অনুদান নিয়ে এতিমখানাটি চলছে। এ এতিমখানায় ভবনের অভাব থাকায় ছাত্রদের নামাজ ও থাকার খুবেই অসুবিধা হচ্ছে। পাশে ৫তলা ভবনের ভিত্তিস্থাপন করা আছে। এটি পুরোটা সম্পন্ন করতে অনেক অর্থের প্রয়োজন। পুলিশ সুপার স্যারসহ সারাদেশের সকল বিত্তবান ব্যক্তিদের কাছে এতিমখানার জন্য সাহায্যে অনুদানের জন্য আবেদন জানাচ্ছি।

Post a Comment

0 Comments