রতন কুমার রায়-নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন ডোমার উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (৪মে) নাসির উদ্দিন মুন্না’কে দলনেতা ও অনুরাগ সাহা পিয়াল’কে উপ দলনেতা-১ এবং মনিরা আক্তার মনি’কে উপ দলনেতা-২ সহ ১৫জনের একটি কমিটি অনুমোদন দিয়েছে জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান শাকিল হোসেন চৌধুরী,ইউনিট লেভেল অফিসার ফজলুল করিম,সেক্রেটারী হাসিনা আহমেদ।
এছাড়াও বিভাগীয় প্রধান জাওয়াদ বিন হাসান,বিভাগীয় উপ প্রধান মিরা আক্তার,বিভাগীয় প্রধান আসাদুজ্জামান হৃদয়,বিভাগীয় উপ প্রধান মর্তুজা ইসলাম অর্থ, বিভাগীয় প্রধান ফারজানা তাসনিম ডরিন,বিভাগীয় উপ প্রধান নিবিড় কুন্ড দ্বীপ,বিভাগীয় প্রধান জাহিদ হাসান লেলিন,বিভাগীয় উপ প্রধান কুলসুম আক্তার,বিভাগীয় প্রধান ইয়ারিদ আদিত্য প্রিতম,বিভাগীয় উপ প্রধান তাপসী দাস,বিভাগীয় প্রধান মো. ফেরদৌস ও বিভাগীয় উপ প্রধান রিভা আক্তার।
0 Comments