বিজ্ঞাপন দিন

কবিতা - একাকিত্ব সময় জাহান আহমেদ



কবিতা - একাকিত্ব 

সময় -১২/১০/২০১৯

জাহান আহমেদ 


এ নগরে আমার কোনো বন্ধু নেই !

তবুও এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ,অভিমান, উৎকন্ঠা নেই।


বন্ধুহীন,নির্বাক নগরে আমি রাস্তায় যে দীর্ঘ শ্বাস 

নিয়ে হাঁটি,  তা বন্ধুত্বহীনতার নয়, একাকীত্বের ! 

কেবল একরাশ ক্লান্তির...!


এ নগরে ক্লান্তির আছড় মোছবার  মতো আমার কোনো আচঁল নেই!

আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুনত্বের উড়ন্ত আচল দেখি ।


এ নগরে  আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই!


বিধবা মন নিয়ে সাংসারিক জীবন-যাপন করেই চলেছি রাত পেরিয়ে দিন !  


এর চেয়ে নৃশংস  নয় আমার বন্ধুত্বহীনতা !

আমি অবস্বাদ ফেরি করি না কারো দ্বারে ।


যে নগরে ভোরের রোদেরা অভিশপ্ত,

সে নগরে আমি আমার দুঃখের কথা বলে কার বুক ভারী করব ?


হয়ত অনায়সে কোন একদিন  ছেড়ে যাব এ নগরের প্রান্তর!


দুর থেকে বহুদূরে অন্যকোন এক শিহরিত নগরে

তবে খুব বেশি হয়ত তাড়া নেই আমার, 


তবে এই প্রানহীন নগরে আর থাকবো না!


থাকবো না আর এই একাকিত্বের মরা চাদর বুকে জড়িয়ে,


চলে যাবো কোন একদিন! 


 যদি সঠিক যানের অপেক্ষায় কেটে যায় একটা জন্ম যাবে -তবুও ভুল যানে উঠছি না?

থেকে যাবো আঁধারে -ভুলে-ভরা জীবনে আর ভুল নয় প্রভাতে:

Post a Comment

0 Comments