বিজ্ঞাপন দিন

জলঢাকায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে পৌরসভা চ্যাম্পিয়ন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনুর্ধ১৭) পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। আজ বুধবার  বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের ফাইনাল খেলায় তারা বালাগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশকে ১ - ০ গোলে পরাজিত করে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, বন কর্মকর্তা রেজাউল হক, ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান,  ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি ও সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments