বিজ্ঞাপন দিন

এক যুগ পর ....মোঃ আহনাফ শাকিল (সেনা) চৌধুরী

 


এক যুগ পর

মোঃ আহনাফ শাকিল (সেনা) চৌধুরী

----------------------------------

আজ এক যুগ পর রং তুলিতে তোমায় আঁকতে বসেছি।

তুমি কি সেই আঠারোতেই পড়ে আছো !

নাকি সবার মত তোমারও বয়স গড়ায়!

আমি তো ঊনআশি পেরিয়ে আশিতে।


তুমি কি এখনো মেঠোপথে হাঁটো ,

নাকি হাঁটতে হাঁটতে আজ বড় ক্লান্ত !

তুমি কি এখনো গান গাও ,

নাকি বয়সের ব্যবধানে কন্ঠও রুগ্ন !


এখনো অপেক্ষায় আছি তোমার জন্য।

তুমি কবে ফিরবে , নাকি ফেরার দিন শেষ !

আমি তোমায় নিয়ে এখনো স্বপ্ন দেখি।

অথচ তুমি তিল তিল করে অভিমানের দেওয়াল তৈরী করছো।


তোমার কাজল কালো আঁখি ,

 আহা কি ভালো! কি ভালো !

কাজল এখনো পরো নাকি চশমায় ঢেকে রাখো !

তোমার চুল দেখতে ছিলো কালো মেঘের মত ,

তাই তোমার ডাকনাম দিয়েছিলাম মেঘ বালিকা ।


একবার আমায় ভালোবেসো

পঞ্চাশ বছর পূর্বের আমিটাকে দেখতে পাবে ,

আমার রুগ্ন চেহারায় ভেসে উঠবে

তোমার আমার স্মৃতি।


তোমার সাথে কথপোকথন হয়ে উঠবে

নাটকের এক একটি রসালো সংলাপ।

তোমাকে বলবো বলে জমে থাকা কথা গুলো হবে

ভালোবাসার কবিতা।

Post a Comment

0 Comments