মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩ শত জনকে ২য় দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও ঘর প্রদান করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রবিবার (২০জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীনদের হাতে চাবি, সনদ ও দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহহীনদের হাতে ঘরের চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মোঃ নাহিদ হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সহকারী কমিশনার (ভূমি)সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া,অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা জাতিয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু ও উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সোহরাব হোসেন তুহিন। পরে উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়ায় অবস্থিত আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীর মাঝে ঘরের চাবি, সনদ ও দলিল তুলে দেন অতিথিবৃন্দ। জানা যায় এবারে ২য় দফায় উপজেলার কৈমারী ইউনিয়নে ১ শত, মিরগঞ্জে ১ শত ৩০ ও শিমুলবাড়ী ইউনিয়নে ৭০ জন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয় ১লাখ ৯০ হাজার টাকা। উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের কঠোর মনিটরিং ও নিবিড় পর্যবেক্ষণে ঘরগুলো নির্মান করা হয়।
0 Comments