বিজ্ঞাপন দিন

নীলফামারীতে খোলা খাবার ও জাঙ্ক ফুড বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত



নীলফামারী প্রতিনিধিঃজাঙ্ক ফুড, পথ খাবার, খোলা খাবার না খেলে, অনেক রোগ থেকে মুক্তি মিলে"। এই শ্লোগানকে সামনে রেখে

নীলফামারীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাহিরের খোলা খাবার ও জাঙ্ক ফুড বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নীলফামারীর জেনারেল হাসপাতালে সিভিল সার্জন সম্মেলন কক্ষে লাইফ স্টাইল হেল্থ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অয়োজিত এবং আজমীর ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। 

এ্যাডভোকেসি সভার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। এসময় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডঃ আব্দুল্লাহ আল মামুন, জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মেজবাহুল হাসান চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট(ইএনটি) ডাঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, স্বাস্থ্য শিক্ষা বিদ আব্দুল বাসেত।

এছাড়াও এ্যাডভোকেসি সভায় স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, ইমাম, স্কুল শিক্ষক, সরকারী দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিরা অংশগ্রহন করেন।


Post a Comment

0 Comments