বিজ্ঞাপন দিন

জলঢাকায় ক্যানসার রোগীর মাঝে ১৩ লাখ টাকার চেক বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ২৭ জন ক্যানসার রোগীর মাঝে ১৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব ক্যানসার রোগীর হাতে ৫০ হাজার করে টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। সমাজ সেবা কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুরারোগ্য ব্যাধি ক্যানসার রোগীদের সহায়তায় এই প্রকল্প চালু করেছে। এবারে ২০২০--২১ অর্থ বছরের ২য় কিস্তির বরাদ্দ থেকে উপজেলার ২৭ জন দুস্থ অসহায় ক্যানসার রোগীর মাঝে এই চেক বিতরণ করা হয়। সমাজ কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এসব চেক বিতরণ করে।           

Post a Comment

0 Comments