আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গুগল মিট বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সদর ক্লাস্টারদের আয়োজনে সোমবার দিনব্যাপী দুন্দিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত
এ অরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুশফেকুর রহমান, দিলিপ কুমার, আব্দুল মান্নান নিলুফা আক্তার, হাবিবুর রহমান, হারুণ অর রশিদ, একেএম আনোয়ারুল কবির ও প্রধান শিক্ষক অনিল কুমার রায় সহ আরো অনেকে।
অরিয়েন্টেশনে করোনা কালীন সময়ে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ ও গুগল মিটের মাধ্যমে পাঠদানের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা কাবেরীর সার্বিক তত্বাবধায়নে, দিনব্যাপীর এ অরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৫জন প্রধান ও ২৫ জন সহকারী শিক্ষক সহ মোট ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
0 Comments