জাহিনুর ইসলাম জীবন জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিনী:লফামারীর জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ও কৈমারী ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ জুন বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়।
কৈমারী ইউপি: সুযোগ্য চেয়ারম্যান রেজাউল হক বাবু’র সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদ সচিব মানিক চন্দ্র রায়, সংরক্ষিত মহিলা সদস্য প্রতিনিধি ও প্রধান শিক্ষক আমজাদ হোসেন এবং মামুনুর রশিদ (মান্দু), ইউপি সদস্য তমিজ উদ্দিন, রশিদুল ইসলাম রুবেল, ঝড়িয়া বর্ম্মন, আহসানুল হক মানিক, আব্দুর রাজ্জাক, জবেদুল ইসলাম, শিক্ষক/শিক্ষিকা, গ্রামীন খেলোয়াড়বৃন্দসহ শিক্ষার্থীরা। এসব বিভিন্ন খেলাধুলার সামগ্রী কৈমারী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাব ও বিভিন্ন সমিতিতে বিতরণ করা হয়। খেলাধুলার সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল সেট, ক্রামবোর্ড সেট, ক্রিকেট সেটসহ ইত্যাদি। অনুষ্ঠান শেষে কৈমারী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু কোমলমতী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার ইউনিয়নে খেলাধুলা চালিয়ে যাও, আমি বিভিন্ন ধরনের খেলার সামগ্রী তোমাদেরকে উৎসাহের সাথে দিয়ে যাব।
0 Comments