বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ভূমি সেবা সপ্তাহের শুরু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা জাতিয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু ও পৌর তহসিলদার এনামূল হক প্রমুখ। এসময় সহকারী কমিশনার সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভূমি সেবা গ্রহিতাদেরকে স্বল্প ব্যয়ে স্বল্প সময়ে সহজসেবা প্রদানের জন্য ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ড কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর আদায় করা হচ্ছে। যা ৩০ জুনের মধ্যে হোল্ডিং রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য উপজেলাবাসীর প্রতি আহবান জানান তিনি। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ৬ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

Post a Comment

0 Comments