বিজ্ঞাপন দিন

ডোমারে ছাত্রলীগের মাস্ক বিতরণ



রতন কুমার রায়,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ মাস্ক বিতরণ করেছে। সোমবার দিনব্যাপি উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছাত্রলীগের নেতাকর্মীরা মাস্ক বিতরণ করেন। সকালে ডোমার বাজারে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়। এসময় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, ছাত্রলীগ কর্মী মেহেরাব হোসেন শিশির, বিবেকানন্দ রায়, শান্ত ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

অনুরুপ কর্মসুচি ভোগডাবুড়ি, কেতকীবাড়ি, গোমনাতি, জোড়াবাড়ি, পাঙ্গামটকপুর, বামুনিয়া, বোড়াগাড়ী, সদর ইউনিয়ন, হরিণচড়া ও সোনারায় ইউনিয়নে মাস্ক বিতরণ করেন স্ব স্ব ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক জানান, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা ছাত্রলীগের পক্ষে নিয়মিত মাস্ক বিতরণ করা হচ্ছে। সেই সাথে কর্মহীনদের খাবার ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। 


Post a Comment

0 Comments