বিজ্ঞাপন দিন

জলঢাকায় তিন দিনব্যাপী যুব উদ্দোক্তাদের প্রশিক্ষণ শুরু



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় যুব উদ্দোক্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শুক্রবার (৪ জুন) সকালে উপজেলার অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে  এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, অভিনন্দন সমাজকল্যাণ সংস্থার পরিচালক কাঞ্চন রায়, শিক্ষক মাহাতাব উদ্দিন, মনিটরিং অফিসার মিলন সরকার ও জেন্ডার উন্নয়ন কর্মকর্তা আজপিয়া আকতার প্রমুখ। এসময় কাঞ্চন রায় জানান, তিনদিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ১২টি যুব সংগঠনের স্থানীয় উদ্দোক্তা ও সমাজকর্মীদের সংগঠন পরিচালনা, নেতৃত্ব বিকাশ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় অভিনন্দন সমাজকল্যাণ সংস্থার আয়োজনে প্রশিক্ষণে ৩০ জন উদ্দোক্তা  অংশগ্রহণ করছে।

Post a Comment

0 Comments