বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৬শত মসজিদে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায়    নীলফামারীর জলঢাকা উপজেলায় ৬ শত মসজিদে ঈদের নামায পড়তে আসা মুসুল্লিদের ব্যবহারের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ব্লিচিং পাউডার বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ইমামদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবারে ঈদ উল আযহা'র নামায মসজিদে অনুষ্ঠিত হবে। এজন্য উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬ শত মসজিদে মুসুল্লিদের ব্যবহারের জন্য এসব করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও ইউনিয়ন চেয়ারম্যানগন নিজ নিজ ইউনিয়নের সকল মসজিদের ইমামগনের হাতে এসব উপকরণ তুলে দেন। উপজেলা প্রশাসন উদ্দোগে এসব সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।#

Post a Comment

0 Comments