বিজ্ঞাপন দিন

জলঢাকায় কঠোর লকডাউনে ১৮ জনের জরিমানা



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নীলফামারীর জলঢাকা উপজেলায় কঠোর লকডাউন চলছে। সরকারি বিধিনিষেধ যথাযথভাবে পালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা। বিধি নিষেধ অমান্য করায় দুই দিনে ১৮ টি মামলায় ১৮ জনের কাছে  ১২ হাজার ১ শত ১০ টাকা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এদিকে আজ শুক্রবার  বিধিনিষেধ অমান্য করায় লকডাউনের দ্বিতীয় দিনে ৭ টি মামলায় ৭ জনের কাছে  ৪ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া। অপরদিকে কঠোর লকডাউনের ১ম দিনে (বৃহস্পতিবার) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১টি মামলায় ৮ হাজার ৬০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা প্রশাসনের মোবাইল টিমের সাথে কাজ করেছে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা। এসময় সহকারী কমিশনার ভুমি সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া জানান, করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের বিধি নিষেধ মানাতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। তাই তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা সহ অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সর্বসাধারনের প্রতি  আহবান জানান।       

Post a Comment

1 Comments