বিজ্ঞাপন দিন

জলঢাকায় গোলনা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার “ত্রান খাদ্য সামগ্রী” বিতরণ



এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১২ জুলাই সোমবার সকালে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার“ত্রান খাদ্য সামগ্রী” বিতরণ করেন গোলান ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার রাকিব হোসেন,গোলনা ইউপি সচিব রুহি ফারজানা,সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম,

তাহেরা বেগম,মিনতিরাণী রায় ও ইউপি সদস্য নজরুল ইসলাম, রানা হোসেন,জিললুর রহমান, ওবাইদুল ইসলাম,দেলোয়ার হোসেন,তোফাজ্জল হোসেন,শ্যামল চন্দ্র রায়,মহিদুল ইসলাম,মতিরাম, গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যাক্তি বর্গসহ অনেকে। এ ইউনিয়ন পরিষদে ৪ শত ৪০ টি সুবিধাভোগী পরিবারের মাঝে এ ত্রান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ,২ কেজি আলু ও হাফ কেজি ডাল। এর আগে ৫ শত ১০ জন পরিবারের মাঝে একই ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এসময় ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির বলেন,আমার ইউনিয়নে যা বরাদ্দ পেয়েছি আমি  কোভিড-১৯ করোনা ভাইরাসে যারা ক্ষতি গ্রস্থ হয়েছে এবং কর্মহীন হয়ে পড়া ৯ শত ৫০ জন পরিবারের মাঝে এ ত্রান খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তিনি আরও বলেন, মহামারি করোনা ভাইরাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ  সরকারের দেয়া যেটুকু ত্রাণ আসবে আমি চেষ্টা করবো ক্ষতিগ্রস্থ, অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণ করার।

Post a Comment

0 Comments