মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৫ আগস্ট, ৮ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্ট পালন উপলক্ষে নীলফামারীর জলঢাকায় উপজেলা আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলার ডালিয়া রোড সভাপতির বানিজ্যিক কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টুর সভাপতিত্বে সভায় সাংগঠনিক বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল। এসময় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাহেদ আলী, তথ্য ও গবেষনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, আইন বিষয়ক সম্পাদক মহসিন আলী, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন তুহিন, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম, আ'লীগ নেতা তোফায়েল মাস্টার, বালাগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবির মুকুল, যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, যুবনেতা রাজিব চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মমিনুর রহমান প্রমুখ। সভায় করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা আ'লীগের আয়োজনে বর্ধিত সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন আ'লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 Comments