জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সর্বসম্মতি ক্রমে সাংবাদিক আনোয়ার হোসেন (সাপ্তাহিক আলাপন ও দি ইনভেন্ট বিডি) সভাপতি, খাদেমুল ইসলাম (বিকশিত বাংলা) সাধারণ সম্পাদক ও ভবদিশ চন্দ্রকে (রংপুর নিউজ ৭১) সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট রিপোটার্স ক্লাব জলঢাকার কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাসস্টানে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপজেলা প্রতিনিধি ও উপজেলা স্কাউটস এর সম্পাদক মর্তুজা ইসলাম। এছাড়াও সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি পদে সাংবাদিক সেলিম রেজা ( দৈনিক মুক্তি), ওমর ফারুক ( সময় সংবাদ.কম), নুর মোহাম্মদ (সত্যের বানী) এবং সাংবাদিক রাজু আহমেদ (বিকশিত বাংলা ও আরডিসি নিউজ), নাহিদ মিথুন ( জনতার বিবেক) ও রাজিয়া সুলতানা (বিজয়ের বানী ও বাংলা এক্সপ্রেস) কে সহ-সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও কোষাধ্যক্ষ পদে ফিরোজ হোসেন মাস্টার, দপ্তর সম্পাদক নুর আলম ইসলাম নুর (দেশবানী ও বিজয়ের আলো), প্রচার সম্পাদক দিদার রহমান দিপু (বিজয় নিউজ), সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজি মাহবুবুর রহমান মাহবুব (মেঘনা টিভি), মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আকতার আশা (অবলোকন) এবং আজপিয়া আকতার (অবলোকন ও বিদ্রোহী নিউজ) ফয়সাল আহমেদ ফাহিম (যোগাযোগ নিউজ), বিধান চন্দ্র রায় (ডিআরবি টিভি), শফিকুল ইসলাম জুয়েল (WSB News24.Com ) ও আশিকুর রহমান আশিক (বিদ্রোহী নিউজ) কে কার্যকরি সদস্য পদে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক জানান, উপজেলার বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে রিপোটার্স ক্লাব জলঢাকার উপদেষ্টা কমিটি গঠন করা হবে। এই কমিটির মেয়াদ হবে দুই বছর।
0 Comments