বিজ্ঞাপন দিন

জলঢাকায় আগাম ধান আবাদ করে কৃষকেরা লাভবান



রাশেদুজ্জামান-সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধি:নীলফামারী জলঢাকায় আগাম জাতের চায়না ধান চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছে। তাই দিন দিন এ ধান আবাদের চাহিদা বেড়েই চলছে। স্থানীয় কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩শত হেক্টর জমিতে আগাম ধানের আবাদ হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকের সাথে কথা বলে জানা যায়, তারা জুলাইয়ের প্রথম দিকে এ ধান লাগায়। ৩ মাসের মধ্যে এ ধান কেটে আগাম আলু চাষ করে। এতে করে ধান ও আলু দুটো আবাদেই লাভজনক হয়ে উঠেছে। মীরগঞ্জ পাঠানপাড়া ইউনিয়নের কৃষক আবুল হোসেন জানায়, এবার বৃষ্টি না থাকায় সেচ পাম্প দিয়ে জমিতে পানি দিয়ে চায়না ধানের চারা রোপন করেছি। এবার আকাশে নিয়মিত বৃষ্টি না থাকায় ফলন ভালো হয়নি তারপরেও ১২/১৪ মন ধান বিঘা প্রতি ফলবে বলে আশা করছি। খুটামারার কৃষক জাহেদ আলী জানান এই ধান কেটে আমরা আলু লাগবো। এ চায়না ধানের কাচা খড়ের দামও বেশি। তাই আগামী বছর আরও বেশি জমিতে এ ধান লাগাবো। উপজেলা কৃষি অফিসার শাহাদাৎ হোসেন জানান, খুটামারা, মীরগঞ্জ, কাঁঠালী, শিমুলবাড়ী ইউনিয়নে সাধারণত এ চায়না ধানের আবাদ হয়ে থাকে। এসব এলাকা উঁচু হওয়ায় তারা আগাম ধান আবাদ করে আবার সেই জমিতে আলু চাষ করে। 


Post a Comment

0 Comments