বিজ্ঞাপন দিন

ডোমারে মোটরসাইকেল দূর্ঘটনারোধে পুলিশের বিশেষ অভিযান



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: “গাড়ী চালালে সাবধানে, বাঁচবে সবাই প্রাণে” “আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমার থানা পুলিশ হেলমেট বিহীন মটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে। জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম এর নির্দেশে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ডোমার রেলগেট এলাকায় টিআই মোকাররম হোসেনের নেতৃত্বে, টিএসআই আমিনুর রহমান, এসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় হেলমেট বিহীন মটর সাইকেল চালানোর অপরাধে ১০ মটর সাইকেল চালকের নামে ৯২(১) ধারায় মামলা করা হয়।

টিএসআই আমিনুর রহমান জানান, গত ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর সচেতনতার জন্য শহর ও গ্রামে মাইকিং করে মটর সাইকেল চালানোর সময় জনসাধারনকে হেলমেট ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। এর পরেও ৪ অক্টোবর হতে যারা আইন অমান্য করে মটর সাইকেল চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

                                       


Post a Comment

0 Comments