বিজ্ঞাপন দিন

নীলফামারী সদরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু, আহত-৫



আব্দুল মালেক,  নীলফামারী প্রতিনিধি ॥নীলফামারী সদরে পৃথক দুটি স্থানে বজ্রপাতেদুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন।নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে উত্তরাশশী মিল বাজার এলাকার রবিউল ইসলাম (৩৪) ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৪)।আজ রবিবার (৩ অক্টোবর) দুপুরে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত রবিউল ইসলাম উত্তরাশশী মিল বাজার এলাকার মোখছেদ আলীর ছেলে ও দুই সন্তানের জনক। এসময় দুই আহত হয়েছেন।অপরদিকে আশরাফুল ইসলাম ঘোনপাড়া গ্রামের বালিয়া মামুদের ছেলে। এসময় গুরুতর আহত হয়েছেন মমিনুর রহমান নামে আরেকজনসহ দুই। স্হানীয়রা  জানায়, বৃষ্টির মধ্যে বাড়ি থেকে কয়েকজন যুবক পঞ্চপুকুরের মিল বাজারের দিকে হেটে যাচ্ছিলেন। হঠাৎ আকাশের বিকট শব্দে রবিউল মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এসময় দুইজন আহত হয়। অপরদিকে পূর্ব নতিব চাপড়া ঘোনপাড়া গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম নিহত হয় এবং মমিনুর রহমান গুরুত্বর আহত হয়েছেন এছাড়াও শহরের দুই জন।পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবর রহমান সরকার ও চাপড়াসরঞ্জানী ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বজ্রপাতে রবিউল ইসলাম এবং আশরাফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ বলেন, আমারা দুই টি লাশ উদ্ধার করছি এঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

Post a Comment

0 Comments