বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে লক্ষমাত্রা অর্জন করায় ১২ জনকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সন্মাননা ক্রেষ্ট গ্রহণকারী হলেন শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল হক, খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম, শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, ইউনিয়ন সচিব হিসেবে শৌলমারী মোকছেদুর রহমান সবুজ, ডাউয়াবাড়ী মামুনার রশীদ ও খুটামারার গুলজার রহমান সুজন অন্যদিকে উদ্দোক্তাদের মধ্যে কাঠালীর রোহীনি কান্ত রায়, বালাগ্রামের লুৎফর রহমান রিপন ও খুটামারার ইলিয়াস হোসেন বাবু এছাড়াও ৩ জন গ্রাম্য পুলিশ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান হামিদুল হক, চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সচিব, উদ্দোক্তা, গ্রাম্য পুলিশ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments