বিজ্ঞাপন দিন

ডোমারে বিদ্যালয়ে মাটি ভরাট ও মাস্ক বিতরণ

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমারে শালমারা বন্দরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ উপলক্ষে মাটি ভরাট ও ছাত্র ছাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। পরে এক আলোচনা সভার আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ। রবিবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার নবেজ উদ্দীন সরকার। এসময় সহকারী শিক্ষা অফিসার আব্দুস সামাদ, বিদ্যালয়ের নতুন স্থানের জমিদাতা ও ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী বাবু নৃপেন্দ্র নাথ সাহা। হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি দুলু মিয়া উপস্থিত ছিলেন। বারোবিশা বামুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম চৌধুরী মিলি সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহামায়া দেববর্ম্মা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বনমালী রায় প্রমূখ।

Post a Comment

0 Comments